17 C
আবহাওয়া
৬:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ‘‘প্রত্যেকটি সমস্যার সহজ সমাধান ইসলামেই রয়েছে’’

‘‘প্রত্যেকটি সমস্যার সহজ সমাধান ইসলামেই রয়েছে’’


বিএনএ, চট্টগ্রাম : চুনতীর ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১০ম দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, মানব জাতির প্রত্যেকটি সমস্যার ‘সহজ’ সমাধান ইসলামেই রয়েছে।বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) যে আদর্শ রেখে গেছেন সে আদর্শের বিপরীত একটি আদর্শও স্থায়ী হবে না। আর সে আদর্শই মানব জাতির মুক্তির দিশারী। ইসলাম  মানবতার দ্বীন। এতে ধনী, গরিব ও বর্নভেদ নেই। এতে অমুসলিমদের পূর্ণ অধিকার দেয়া হয়েছে যা পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই।

শুক্রবার(৬ অক্টোবর) চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দুই অধিবেশনে চট্টগ্রাম সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হামেদ হাসান ও চট্টগ্রাম দারুল মাআরিফ আল ইসলামিয়া’র সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা ফোরকান উল্লাহ খলিলী সভাপতিত্ব করেন।  বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বনফুল এন্ড কোং’র ডিরেক্টর আলহাজ্ব আবদুস শুকুর, লোহাগাড়া পদুয়া জামেয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা সারওয়ার কামাল আজিজী, চট্টগ্রাম ফুলকলি ও পিউরিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহম্মদ শাহে আলম।

“ইয়াতিম ও অসহায়দের অধিকার সংরক্ষণে ইসলাম” বিষয়ে আলোচনা করেন সাতকানিয়া মির্জাখীল তাঁতিপাড়া ও আল দয়ার পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন নিজামী।

“সূরা ফাতিহার তাফসীর ও শিক্ষা” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম নিজামী। “মৃত্যুর যন্ত্রনা ও আলমে বারযাখের বিবরণ” বিষয়ে আলোচনা করেন চকরিয়া পৌরসভা বায়তুল হারম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুর রহিম।

“ঐতিহাসিক শাহাদাতে কারবালার ঘটনা ও শিক্ষা বর্ণনা” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া কলাউজান খতিবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জাফর সাদেক ইকবাল।  “জান্নাত ও জাহান্নামের বিবরণ” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস আলহাজ্ব কাজি মাওলানা ফজলুল রহমান, “মানব সমাজের দায়িত্বের বিভিন্ন পর্যায়” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা রিদওয়ানুল হক নিজামী, “ইসলামের ধর্মের শ্রেষ্ঠত্বের বিবরণ” বিষয়ে আলোচনা করেন হাফেজ মাওলানা সাইয়েদ ইমামুল হাসান।

কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুবিনুল হক, মুহাম্মদ আবু রাফে, মুহাম্মদ আবু রায়হান, হাফেজ মুহাম্মদ নেছারুল ইসলাম।না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আবদুল হাই নিজামী, সাজ্জাদ হোছাইন মিজান, হাফেজ আহমদ আকিল, আমিনুল এহসান, মুহাম্মদ রবিউল আওয়াল, হাফেজ এ.বি.এম গোলাম রব্বানী।

চুনতি সীরত ময়দান মসজিদে বায়তুল্লাহর খতিব হাফেজ মাওলানা সালাহ উদ্দিন হাবিবীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহাজাদা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, এম. মাহাবুবুল হক,মাওলানা মোহাম্মদ অলিউদ্দিন,শাহজাদা তৈয়বুল হক বেদার,কাজী আরিফুল ইসলাম,শাহজাদা আসমা উল্লাহ ইমরাত,সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক,যাহেদুর রহমান, মোহাম্মদ কায়ছার খান,মোহাম্মদ নঈম প্রমূখ।

বিএনএনিউজ২৪ডটকম 

Loading


শিরোনাম বিএনএ