বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ৩টায় শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়।
জানা যায়, ক্যাম্পাসে মায়ের দোয়া খাবার হোটেলে দুই গ্রুপের কর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতিতে রূপ নেয় পরিস্থিতি। এরপর সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ।
এ সময় সিক্সটি নাইনের কর্মীরা শাহ জালাল হলের সামনে এবং বিজয় গ্রুপের একাংশের কর্মীরা সোহরাওয়ার্দী মোড়ে অবস্থান নেয়। উভয় গ্রুপের মাঝে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিনত হয় ক্যাম্পাস।
চবি মেডিকেলের প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, এখন পর্যন্ত ২০ জনের মতো মেডিকেলে আহত অবস্থায় এসেছে। আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তারা ফিরে গেছে।
সহকারী প্রক্টর নাজেমুল আলম বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষকেই হলে ঢুকানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
বিএনএ/ সুমন, ওজি