19 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারের সিদ্দিক শেখ (৪০) নামের এক হাজতি হাসপাতালে মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি হাজতি হিসেবে বন্দি ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে।তার বাবার নাম মোহাম্মদ মুসলিম। তবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ