22 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » রাবিতে চালু হচ্ছে নতুন চারটি বিষয়ের স্নাতকোত্তর প্রোগ্রাম

রাবিতে চালু হচ্ছে নতুন চারটি বিষয়ের স্নাতকোত্তর প্রোগ্রাম

রাবিতে চালু হচ্ছে নতুন চারটি বিষয়ের স্নাতকোত্তর প্রোগ্রাম

বিএনএ, রাবি: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন চারটি বিষয়ের স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের তত্ত্বাবধানে এসব স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। সাইবার সিকিউরিটি, রোবটিক্স এণ্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ইন্টারনেট অফ থিঙ্কস এবং ডাটা সায়েন্স নিয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে অনুষদটি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নতুন চারটি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর ফলে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা মানবসম্পদে পরিণত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের কাজ। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের বিশ্ববিদ্যালয়েও চালু কর‍তে যাচ্ছি নতুন চারটি বিষয়ের মাস্টার্স প্রোগ্রাম। যেখানে শিক্ষার্থীরা নিজেদেরকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে বলে আশা করছি।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ রয়েছে। এদের মধ্যে ৫৬ টি বিভাগ নিয়মিত ও ইভিনিং প্রোগ্রামে স্নাতকোত্তর শ্রেণির একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।

বিএনএ/সাকিব,ওজি

Loading


শিরোনাম বিএনএ