28.2 C
আবহাওয়া
৮:২৩ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ৫ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৫ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৫ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : খুলনায় আলোচিত মাহেন্দ্র চালক শেখ ওহিদুর রহমান রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রনি শিকদারকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৫ অক্টোবর) রাজধানীর লালবাগ থানার শহীদনগর এক নম্বর গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রনি চট্টগ্রামের হালিশহর থানার আদ্দোপাড়া এলাকার আবদুর রউফ শিকদারের ছেলে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) র‍্যাব ৭-এর মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, খুলনার লবণছড়া এলাকার আলোচিত মাহেন্দ্র চালক শেখ ওহিদুর রহমান রিপন হত্যা মামলায় গত ২৯ মার্চ খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রনি শিকদারসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, রনি শিকদার ও তার তিন বন্ধু মিলে ২০১৬ সালের ১২ জানুয়ারি গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে খুলনায় যায়। ঘটনার দিন সন্ধ্যায় তারা ৭০০ টাকায় একটি মাহেন্দ্র ভাড়া নেয়। গাড়িতে ওঠার পর কিছু দূর যেতেই মাহেন্দ্রটি ছিনতাইয়ের জন্য চালক রিপনকে ভয়ভীতি দেখায়। একপর‍্যায়ে রনি শিকদারসহ চারজন মিলে রিপনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং গলার ভেতর ছুরি ঢুকিয়ে দিয়ে গাড়িতে মৃত্যু নিশ্চিত করে। এরপর খুলনার লবণচরা এলাকায় রাস্তার পাশে রিপনের মরদেহ ফেলে গাড়িটি নিয়ে তারা গোপালগঞ্জের দিকে রওনা দেয়। কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানী পুলিশ রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। সেখানে মাহেন্দ্রটির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেয় পুলিশ। এসময় তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চান পুলিশ সদস্যরা। কিন্তু তারা কিছুই দেখাতে পারেনি। এছাড়া তাদের একেকজনের কথা একেক রকমের হওয়ায় পুলিশ সদস্যের সন্দেহ আরও বেড়ে যায়। একপর‍্যায়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে মাহেন্দ্র চালক রিপনকে হত্যা করে খুলনার লবণচরা এলাকার রাস্তার পাশে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাইয়ের কথা স্বীকার করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে খুলনার লবণচরা থানায় জড়িত চার বন্ধুর নামে হত্যা মামলা দায়ের করেন।  প্রায় ৫ বছর বিচারকার্য শেষে চলতি বছরের ২৯ মার্চ আসামিদের মৃত্যুদণ্ড দেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ