29 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » তেলাপোকার ঔষধ খেয়ে শিশুর মৃত্যু

তেলাপোকার ঔষধ খেয়ে শিশুর মৃত্যু

তেলাপোকা মারার ওষুধকে আচার ভেবে খেয়ে শিশুর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর ফকিরাপুলে  আচার মনে করে তেলাপোকা মারার ঔষধ খেয়ে  ইসমাইল নামে দুই বছরের এক শিশু মারা গেছে।তার বড় বোন ফারজানাকে (৩)  অসুস্হ অবস্হায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার(৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের শিশু ওয়ার্ডে ইসমাইল বিকেল পাঁচটার দিকে মারা যায়। ফারজানার অবস্থা গুরুতর। ইসমাইলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

 শিশুদের মা পরীবানু জানান,ঘরে তেলাপোকার উপদ্রুব বেশি হওয়ায় তাঁর বড় ছেলে ফাহিমকে দিয়ে তেলাপোকা মারার ঔষধ আনান। বুধবার দুপুর ১২টার দিকে তেলাপোকা মারার ঔষধের প্যাকেটকে আচারের প্যাকেট মনে করে ছোট দুই ছেলে–মেয়ে বাইরে নিয়ে খেয়ে ফেলে। এরপরই তাদের বমি শুরু হয়। দুই জনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এরপর তাদের পাকস্থলী পরিষ্কার করা হয়। পরে চিকিৎসকরা দু’জনকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্হায় বিকেলে ইসমাইলকে মারা যায়।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ