16 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কোনো ধর্মই হানাহানি সমর্থন করে না: তথ্যমন্ত্রী

কোনো ধর্মই হানাহানি সমর্থন করে না: তথ্যমন্ত্রী

কোনো ধর্মই হানাহানি সমর্থন করে না: তথ্যমন্ত্রী

বিএনএ ঢাকা: ধর্মকে ভুলভাবে উপস্থাপন করার কারণে বিভিন্ন দেশে হানাহানির ঘটনা ঘটে থাকে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

বুধবার (৬ অক্টোবর) রাজধানীর বনানী পূজামণ্ডপে শুভ মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, অনেক ক্ষেত্রে ধর্মের অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা করা হয়। সেই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গাতে নানা ধরনের হানাহানি সৃষ্টি হয়ে থাকে। কিন্তু কোনো ধর্ম এ হানাহানির কথা বলে না এবং সমর্থন করে না। সাম্প্রদায়িকতা যেখানে বাসা বাঁধে সেখানে মানুষের মধ্যে শান্তি থাকে না, হানাহানি হয়। তাই শান্তি বজায় রাখতে সম্প্রতির বন্ধন দৃঢ় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি আগামি বছর পূজাতে করোনামুক্ত পৃথিবীতে সবাই আনন্দ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

করোনা মহামারিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে  ড. হাছান মাহমুদ বলেন, করোনার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকার কারণে বাংলাদেশ থেকেও পিছিয়ে পড়েছে পাকিস্তান।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ