বিএনএ, বিশ্বডেস্ক : পৃথিবীর বাইরে প্রথম কোনো সিনেমার দৃশ্যায়নের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি শুটিং ইউনিট পাঠিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রাশিয়া প্রথম দল পাঠালো শ্যুটিংয়ের জন্য।মঙ্গলবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন রাশিয়ার এক অভিনেত্রী ও পরিচালক।
যে দুজন মহাকাশ স্টেশনে গেছেন, তাঁরা হলেন অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্দ (৩৭) ও পরিচালক ক্লিম শিপেঙ্কো (৩৮)।
রাশিয়ার কমসোমোলস্কায়া প্রাভদা ওয়েবসাইট জানিয়েছে, রাশিয়ার স্থানীয় সময় ১১টা ৫৫ মিনিটে হলিউড স্টুডিওর বাইরে কাজাখ প্রান্তর থেকে যেখানে উট আর গোফার (এক ধরনের ইদুর জাতীয় প্রাণী) বিচরণ করে, সেখান থেকে আসল অভিনয় শিল্পীরা মাহাকাশে যাত্রা করেছেন।
শিপেনকোর স্ত্রী অভিনয় শিল্পী সোফিয়া কারপুনিনা জানান, যাত্রার আগে পরিচালককে ১৫ কেজি ওজন কমাতে হয়েছে।
বিএনএনিউজ/ এইচ.এম।