20 C
আবহাওয়া
৫:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চীনের হাতে তাইওয়ানের পতন বিপর্যয় সৃষ্টি করবে: ওয়েন

চীনের হাতে তাইওয়ানের পতন বিপর্যয় সৃষ্টি করবে: ওয়েন


বিএনএ, বিশ্বডেস্ক : তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন সতর্ক করে দিয়ে বলেছেন, চীনের হাতে তাইওয়ানের পতন হলে তা এশিয়ার শান্তি ও গণতন্ত্রের জন্য বিপর্যয় বয়ে আনবে। তিনি ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধে তাইওয়ানের ওপর চীনের পক্ষ থেকে সামরিক চাপ বৃদ্ধি করা হচ্ছে বলেও খবর দিয়েছেন।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং এই ভূখণ্ডের পুরোপুরি স্বাধীন হয়ে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে। অন্যদিকে চীনের মোকাবিলায় তাইওয়ানকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করার কাজে সহযোগিতা করছে সাম্রাজ্যবাদী আমেরিকা।
সাই ইং ওয়েন বলেন, তাইওয়ান সামরিক সংঘাত চায় না তবে আত্মরক্ষার জন্য যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

গত চার দিনে চীনের প্রায় ১৫০টি যুদ্ধবিমান এডিআইজেড নামি পরিচিত তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন এরিয়ার আকাশে টহল দিয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ান এই অভিযোগ করে আসছে যে, এই দ্বীপের আকাশসীমার কাছে চীনা বিমানবাহিনীর আনাগোনা বেড়ে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ