33 C
আবহাওয়া
৩:৩২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ


বিএনএ, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

শনিবার (৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎ শেষে বৈঠক অনুষ্ঠিত  হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও বৈঠকে অংশ নেন।

বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ও চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনায় আসতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ