বিএনএ ডেস্ক: এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১৭৪ রানের টার্গেট দিয়েছেন ভারত। টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় দুবাইয়ে ম্যাচটি শুরু হয়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে ভারত।

ভারতের ব্যাটার দের মধ্যে রোহিত শর্মা ও সূর্য কুমার ছাড়া আর কোন ব্যাটার তেমন সুবিধা করতে পারেন নি। বিরাট কোহলি শূণ্য রানে ফিরে যান। ভারতের ইনিংসে এ এল রাহুল ৭ বলে ৬, রোহিত শর্মা ৪১ বলে ৭২, বিরাট কোহলি ৪ বলে ০, সূর্য কুমার ২৯ বলে ৩৪, হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৭, ঋষভ পন্ত ১৩ বলে ১৭, দীপক হুদা ৪ বলে ৩ রান করেন। এছাড়া অশ্বিন ৭ বলে ১৫ ও ভুবনেশ্বর ২ বলে ০ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার পক্ষে দিলশান মাদুশঙ্কা ৩, চমিকা করুনারত্নে ও দাসুন শানাকা ২ টি করে এবং ১ টি উইকেট শিকার করেন মহেশ থেকশানা।
বিএনএ/এ আর