22 C
আবহাওয়া
১:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আবারও পেছাল সুদীপ্ত হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি

আবারও পেছাল সুদীপ্ত হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি

আবারও পেছাল সুদীপ্ত হত্যা মামলার অভিযোগ গঠন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি  আবারও ৬ষ্ঠ বারের মতো পেছাল  আদালত।আজ মো. দিদারুল আলম মাসুমসহ ৭ আসামিকে মামলা থেকে অব্যাহতির আবেদনের শুনানি করেন। বাকি আসামিরা ডিসচার্জ শুনানির জন্য সময় প্রার্থনা করেন। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে সময় মঞ্জুর করেন। এরপর ৩ অক্টোবর পুনরায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন আদালত। এইদিনে বাকি আসামিদের ডিসচার্জ শুনানির জন্যও দিন ধার্য করেন

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে মামলার শুনানির তারিখ ছিল।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তৎকালীন চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে মোট ২৪ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন সময় গ্রেফতার হন। ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ায় নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদি হয়ে মামলা দায়ের করেন।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ