17 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » অনুমোদন পেলেই ১২-১৮ বছর বয়সীদের টিকা প্রয়োগ :স্বাস্থ্যমন্ত্রী

অনুমোদন পেলেই ১২-১৮ বছর বয়সীদের টিকা প্রয়োগ :স্বাস্থ্যমন্ত্রী

অনুমোদন পেলেই ১২-১৮ বছর বয়সীদের টিকা প্রয়োগ :স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ ঢাকা: ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)’র কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই অনুমোদন পেলেই তাদেরকে করোনার টিকা দেয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও বলেন, বিশ্বের ২২টি দেশে শিশুদের টিকা দেয়া হচ্ছে। তারা নিজ দায়িত্বে এসব টিকা প্রয়োগ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অনুমোদন দেয়নি।

তিনি জানান, চলতি মাসেই দেশে আড়াই কোটি ডোজ টিকা আসবে। এর মধ্যে ২ কোটি ডোজ চীনের সিনোফার্মের, আর বাকি ৫০ লাখ ডোজ টিকা ফাইজারের। এ মাস থেকে করোনা টিকা প্রয়োগের কার্যক্রম চলতি আরও জোরদার করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, এখন হাসপাতালগুলোতে কোভিড রোগীর চাপ কিছুটা কম। করোনা ইউনিটগুলোতে বেড খালি আছে। তাই নন-কোভিড রোগীদের জন্য কিছু বেড ছেড়ে দেয়া হচ্ছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ