28 C
আবহাওয়া
৪:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গিনিতে সামরিক অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট আটক

গিনিতে সামরিক অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট আটক

গিনি

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থানের পর সৈন্যরা দেশব্যাপী কারফিউ জারি করেছে। তারা প্রেসিডেন্ট আলফা কন্ডেকে আটকের দাবি করেছে। এছাড়া সংবিধান বাতিল ও সরকার ভেঙে দিয়েছে। কর্নেল মামাদি দুমবোয়ার নেতৃত্বে এই অভ্যুত্থান হয় বলে জানা গেছে।

মামাদি এক বিবৃতিতে বলেন, আমরা প্রেসিডেন্টের স্বাস্থ্যের সর্বাত্মক যত্ন নিচ্ছি। তিনি চিকিৎসকদের পরিচর্যায় রয়েছেন। সবকিছুই ঠিক আছে।

দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করে মামাদি বলেন, নবঘোষিত ন্যাশনাল কমিটি ফর র‌্যালি অ্যান্ড ডেভেলপমেন্ট সংবিধান বাতিল করেছে, সরকার ভেঙে দিয়েছে। তারা এক সপ্তাহের জন্য দেশের স্থল ও আকাশ সীমান্ত বন্ধ করে দিয়েছে বলেও ঘোষণা করেছে।

গিনির পতাকায় নিজেকে মুড়ে ওই কর্নেলকে অর্ধডজন সশস্ত্র সৈন্য পরিবেষ্টিত অবস্থায় দেখা যায়।

তিনি অভিযোগ করেন, কন্ডে রাজনীতিকে নিজের সম্পত্তিতে পরিণত করেছিলেন, কিন্তু দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থার উন্নতির জন্য কিছুই করেননি। আমরা আর এক ব্যক্তির রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা জনগণের কাছে তা হস্তান্তর করতে চাই।

গত বছর সহিংসতাপূর্ণ নির্বাচনে ৮৩ বছর বয়স্ক কন্ডে তৃতীয়বারে মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ