28 C
আবহাওয়া
১:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » অন্তঃসত্ত্বা আফগান নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

অন্তঃসত্ত্বা আফগান নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

অন্তঃসত্ত্বা আফগান নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

বিএনএ বিশ্ব ডেস্ক: আফগানিস্তানের ঘোর প্রদেশে সন্তানসম্ভবা নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে তালেবানরা। তালেবানের হাতে নিহত ওই নারী পুলিশ কর্মকর্তার নাম বানু নেগার। দেশটির  মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহে পারিবারিক বাসভবনে তালেবানরা তাকে গুলি করে হত্যা করে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে স্বজন হারানোর কথা জানান মর্মান্তিকভাবে হত্যার শিকার ওই পুলিশ কর্মকর্তার পরিবার।

নিহতের স্বজনরা, স্থানীয় একটি কারাগারের দায়িত্বে থাকা বানু নেগার আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আচমকা তিনজন বন্দুকধারী তাদের বাড়িতে আসেন। এরপর পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে তাদের সামনে বানু নেগারকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় তালেবান নেতারা এ ঘটনা তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তারা।

সংবাদ মাধ্যমগুলো জানায়, তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির মধ্যে এই হত্যাকাণ্ড ঘটল। গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলের পর তালেবান তাদের আগের শাসনামলের তুলনায় কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দেয়। কিন্তু আফগানিস্তানে নারীদের ওপর নিপীড়নের যেসব ঘটনা ঘটছে, তার সঙ্গে তাদের প্রতিশ্রুতির কোনো মিল পাওয়া যাচ্ছে না।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ