19 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

কুমিল্লায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

কুমিল্লায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

বিএনএ কুমিল্লা: কুমিল্লায় সদরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬)।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে বৃষ্টির সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাদের ঘরে প্রবেশ করে। সে সময় দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্টাম্পসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। সেগুলো না দেয়ায় তাদেরকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, গলায় রশি পেঁচিয়ে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ