বিএনএ, বিশ্বডেস্ক : ইরাকের উত্তরে একটি নিরাপত্তা চেকপোস্টে আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১২ জন ইরাকি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।রোববার(৫ সেপ্টেম্বর)কিরকুক শহরের দক্ষিণে আল-রাশাদ অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।
আল জাজিরার প্রতিবেদক মাহমুদ আবদেলওয়াহেদ বলেন, হামলাকারীরা প্রথমে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সামরিক সংঘর্ষে লিপ্ত হয়, যা প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়, এতে তিনজন কর্মকর্তা নিহত হন। পরে এক জোড়া বিস্ফোরণে আরও ৯ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের বিস্তৃত অংশ দখল করে আইএস। ২০১৭ সালের শেষ নাগাদ ইরাক সরকার জানায়, তারা আইএসকে পরাজিত করেছে। তবে এরপরও ইরাকে আইএসের স্লিপার সেল রয়ে গেছে। তারা প্রায়ই ইরাকি সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা চালিয়ে থাকে।
বিএনএ/ওজি