বিএনএ, ঢাকা : চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের প্রথম পাঁচ দিনে বাংলাদেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি আগস্টের প্রথম পাঁচ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা আগের বছরের একই সময়ের চেয়ে ৮১ শতাংশ বেশি। ২০২৪ সালে আগস্টের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থপাচার রোধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে, বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।
গত জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।
বিএনএনিউজ/এইচ.এম।