21 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে নৌকাডুবি, ১০ রোহিঙ্গার মৃত্যু

বঙ্গোপসাগরে নৌকাডুবি, ১০ রোহিঙ্গার মৃত্যু


বিএনএ, কক্সবাজার : মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় টেকনাফ সমুদ্র উপকূলে ঢেউয়ের কবলে পড়ে রোহিঙ্গা ভর্তি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার কাছে বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি  উল্টে যায়।

বিকেল পর্যন্ত ১০ মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয়রা।

টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকাডুবির ঘটনায় ১০ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি বলেন, সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় জেলেরা ১০ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু বাংলাদেশে এক অদ্ভূত পরিস্থিতি চলছে। তাই আমরা স্থানীয় জনপ্রতিনিদের কথা বলে মরদেহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ