27 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে শিক্ষার্থীরা পাহারা দিচ্ছেন মন্দির গির্জা প্যাগোডা 

চট্টগ্রামে শিক্ষার্থীরা পাহারা দিচ্ছেন মন্দির গির্জা প্যাগোডা 


বিএনএ ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দুর্বৃত্তদের হাত থেকে ভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয়, মন্দির ও গির্জা রক্ষায় পাহারা বসিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার পর থেকে চট্টগ্রামে সহিংসতায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অর্ধশতাধিক আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল প্রবর্তক এলাকার ইসকন মন্দির ও প্রবর্তক মন্দিরে যায়। তারা মন্দিরে দায়িত্বরত ও ধর্মগুরুদের সঙ্গে দেখা করে আশ্বাস দেন। এসময় শিক্ষার্থীদের একটি দল সেখানে পাহারার ব্যবস্থা করেন। অপরদিকে, নগরের হালিশহর এলাকা বিভিন্ন মন্দিরে পাহারা বসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে ভুল প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবে এসব হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। আমরা আমাদের সমন্বয়কদের সব উপাসনালয়সহ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকার নির্দেশ দিয়েছি।আমরা রাতেই প্রতিটি এলাকায় মন্দির ও গির্জা রক্ষায় শিক্ষার্থীদের নিয়ে মাঠে আছি। বিপ্লব বেহাতের কোনো সুযোগ দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা  চট্টগ্রামের থানা, পুলিশ কার্যালয়, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকার দলীয় নেতাকর্মীদের বাসায় হামলা চালায়।
বিএনএ নিউজ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সিডিএ’র ২০ হাজার কোটির ১৩ প্রকল্পের অনিয়ম তদন্ত শুরু হাটহাজারীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩ শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি-সৈয়দা রিজওয়ানা দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সচিব মাহবুবা ফারজানার দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত- স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কমিটি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট হ্রাসের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি ভারত-বাংলাদেশ সর্ম্পকে বাঁধা ‘হারিয়ে যাওয়া ভাই’! আওয়ামী লীগের আমলের এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে ইসি