বিএনএ ডেস্ক: শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি (শেখ হাসিনা) দেশ ছাড়তে রাজি ছিলেন না, দেশ ছাড়ার বিষয়ে তাকে জোর করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জয়।
টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, তিনি (শেখ হাসিনা) থাকতে চেয়েছিলেন, তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরা জোর দিয়ে বলেছিলাম, দেশে থাকা তার জন্য নিরাপদ নয়। আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম; তাই আমরা তাকে দেশ ছেড়ে চলে যেতে রাজি করি।
শেখ হাসিনার এই জ্যেষ্ঠ সন্তান আরো বলেন, ‘আমি আজ (৫ আগস্ট) সকালে তার (হাসিনা) সাথে কথা বলেছি। আপনি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পরিস্থিতি অরাজক। তিনি ভালো আছেন কিন্তু তিনি খুবই হতাশ। এটা তার জন্য খুবই হতাশাজনক কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা তার স্বপ্ন ছিল এবং তিনি গত ১৫ বছর ধরে এটির জন্য কঠোর পরিশ্রম করেছেন, দেশকে তিনি জঙ্গি এবং সন্ত্রাসবাদ থেকে সুরক্ষিত রেখেছিলেন।’
জয় বলেন, আমরা দেখিয়েছি, আমরা বাংলাদেশের কতটা উন্নয়ন করতে পারি এবং বাংলাদেশের জনগণ যদি দাঁড়াতে না চায় এবং তারা এই সহিংস সংখ্যালঘুদের ক্ষমতা দখল করতে দিতে রাজি হয়, তাহলে জনগণ তাদের প্রাপ্য নেতৃত্ব পাবে।
এর আগে, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে। যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চাইলেও সেই সুযোগ পাননি শেখ হাসিনা।
ভিডিওতে দেখা যায়, একটি ছাই রঙের মিলিটারি হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বিমানবন্দরে যান। সেখানে আগে থেকেই একটি সবুজ রঙের প্রাইভেটকার ও একটি কালো রঙের টয়োটা প্রাডো গাড়ি অবস্থান করছিল।
হেলিকপ্টারটি অবতরণের পর পাঁচ-ছয়জন কালো ব্লেজার পরা ব্যক্তি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দ্রুত কালো প্রাডো গাড়ির দিকে হাঁটতে থাকেন। এ সময় তিনি কারও সঙ্গে কথা বলছিলেন না।
বিএনএনিউজ২৪/ এমএইচ