বিএনএ ডেস্ক: গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের দিনে সোমবার (৫ আগস্ট) সহিংসতায় সারাদেশে কমপক্ষে ৯৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৪১ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ মরদেহ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জনের মরদেহ রয়েছে। তাদের মধ্যে ২১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কাজলা এলাকার রাসেল (২৮), আব্দুর রহমান (২২), যাত্রাবাড়ী এলাকার মো. আজমত (৪০), মোহন (২২), ইয়াসিন (২৪), শাহিন (২২), শাকিল (২১), আব্দুল নুর (৩০), লিটন উদ্দিন (৩২), শাওন (১৪), কুতুবখালীর সাইফুল ইসলাম তন্ময় (২২), শনিরআখড়ার আবু ও আব্দুল হান্নান (৫০) । এছাড়া মুন্সীগঞ্জের মো. রাকিব (২২), আব্দুল্লাহপুরের মানিক মিয়া (২৫), বাংলামটরের ইসমাইল রাব্বি (২২), বংশালে রনি (১৭) ও হামিদুর রহমান (২২), শরীয়তপুর নড়িয়ার মনোয়ারকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ২২ মরদেহ কাজলা, যাত্রাবাড়ী, বংশাল এবং উত্তর বাড্ডা এলাকার। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঝিনাইদহে ৫ জন নিহত : ঝিনাইদহে আক্তার হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম হিরনসহ আরও ৪ জন নিহত হয়েছেন।
কুষ্টিয়ায় প্রাণ গেছে ৭ জনের : কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের থেমে থেমে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ বিক্ষোভকারী।
সোনাইমুড়ীতে পুলিশসহ ৮ জন নিহত : সোনাইমুড়িতে আন্দোলনকারী শিক্ষার্থী, বিএনপি ও জামায়াতের কর্মীদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ ৮ জন নিহত হয়েছেন।
শ্রীপুরে বিজিবি-জনতা সংঘর্ষে নিহত ৬ : গাজীপুরের শ্রীপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সংঘর্ষে ৬ জন আন্দোলনকারী নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন— কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সিফাতউল্লাহ (২২), শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের দারগারচালা গ্রামের শরীফ আহমেদ (২০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাওসার (২৮), নান্দাইল উপজেলার জুয়েল মৃধা (৩০)। তবে অপর দুজনের নাম পাওয়া যায়নি।
ফরিদগঞ্জে পুলিশের গুলিতে নিহত ১ : চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষুব্ধরা থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলিতে শাহাদাত (২০) নামে এক ছাত্রনেতা নিহত হয়েছেন।
গাজীপুরে সংঘর্ষে নির্মাণ শ্রমিকের মৃত্যু : গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তফাজ্জল হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
কয়রায় উপজেলা চেয়ারম্যানকে হত্যা : খুলনার কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজাকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।
গোলাপগঞ্জে দুজন নিহত : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আরেকজন নিহত হয়েছেন।
রাজশাহীতে এক শিক্ষার্থী নিহত : রাজশাহীতে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সবুজ বেসরকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
হবিগঞ্জে সংঘর্ষে নিহত ৬ : হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুলিশ আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন।
যশোরে আবাসিক হোটেলে অগ্নিসংযোগে নিহত ৬ : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচতারকা হোটেল ‘জাবির ইন্টারন্যাশনালে’ অগ্নিসংযোগ করেছে বিজয় মিছিলে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতা। এতে দগ্ধ হয়ে ৬ জন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছেন।
চৌদ্দগ্রামে পুলিশের গুলিতে নিহত ১ : শত শত বিক্ষুব্ধ জনতা চৌদ্দগ্রাম থানায় হামলা চালালে কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জামসেদুর রহমান মিয়াজী জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ধামরাই রণক্ষেত্র, নিহত ৫ : ধামরাইয়ে শরীফবাগ বাজারে চাল গুঁড়ি করতে এসে সাজেদা আক্তার নামে এক গৃহবধূ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় ধামরাই পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ওই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা মাইকিং করে হাজার হাজার লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে পুলিশ নির্বিচারে নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর রাবার বুলেট, টিয়ার শেল ও বন্দুকের গুলি বর্ষণ করে। এতে উপজেলা পরিষদ চত্বরে পৌরশহরের গোয়ারীপাড়া মহল্লার অজ্ঞাত পরিচয় এক তরুণ, ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সামনে ত্রিমোড়ে এক যুবক এবং ধামরাই সরকারি হাসপাতালের বারান্দায় আরেক যুবকসহ গুলিবিদ্ধ হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
টাঙ্গাইলে গুলিতে নিহত ৩ : টাঙ্গাইলে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানায় দুজন এবং বিকেলে ধনবাড়ী থানার সামনে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ভৈরবে তিনজনের প্রাণহানি : কিশোরগঞ্জের ভৈরবে জান্নাত রেস্টুরেন্ট ও রিসোর্টে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভৈরব ফায়ার সার্ভিস।
বিএনএনিউজ২৪/ এমএইচ