বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ের বড়দারোগারহাট বাজারে দ্রুতগামী বাস চাপায় জসিম উদ্দিন (৫৫) নামে এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট বাজারে ঢাকা লেইনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত লেগুনা চালক জসিম উদ্দিন (৫৫) মিরসরাই জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড খিলমুরালি এলাকার আব্দুর রউফ এর ছেলে।
বড়দারোগারহাট এলাকার লাইনম্যান দিদার জানান, জসিম উদ্দিন তার গাড়ি মহাসড়কের পশ্চিম পাশে রেখে যাত্রী তুলছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি টি আর ট্রাভেলস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার নুরুল আবছার জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিরা হাইওয়ে থানার ওসি শাহদাত হোসেন জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তি পুলিশের তত্ত্বাবধানে রয়েছে । পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি/ হাসনাহেনা