17 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বিসিএস ক্যাডারে কুবির ১২ শিক্ষার্থীকে সুপারিশ

বিসিএস ক্যাডারে কুবির ১২ শিক্ষার্থীকে সুপারিশ

কুবিতে কমেছে আসন, বেড়েছে পৌষ্য কোটা

বিএনএ, কুবি : সদ্য প্রকাশিত ৪১তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ১২ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।রোববার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত গ্রুপগুলো ঘেঁটে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী লোকমান হোসাইন (শিক্ষা), লোকপ্রশাসন বিভাগের ৪র্থ ব্যাচের মো. ইমাম হোসাইন(পুলিশ), অর্থনীতি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আফসানা ঝর্ণা (শিক্ষা), অর্থনীতি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী সোলাইমান হোসাইন (শিক্ষা), অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী জাহিদ ইলিয়াস (প্রশাসন), বাংলা বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী সুনিয়া সুলতানা লাকি (শিক্ষা), লোকপ্রশাসন বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ডিম্পলি পুতুল (প্রশাসন), গনিত বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ওলি আহমেদ রায়হান (শিক্ষা), পরিসংখ্যান বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী সুমি সরকার (শিক্ষা), আইসিটি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী নাজমুল রাসেল (পরিবার পরিকল্পনা), ব্যবস্থাপনা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ফজলে রাব্বি (শিক্ষা)ও ব্যবস্থাপনা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ইরফান আহমেদ (শিক্ষা)।

পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আইসিটি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী নাজমুল রাসেল এ ব্যাপারে জানান, ২০১৮ সাল থেকে পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করি। এরপর ৪০ তম বিসিএস দেই কিন্তু হয়নি। শেষে ৪১ তম বিসিএসে আমায় আমার কাঙ্খিত লক্ষে পৌঁছাই। এর মাঝখানে আরো বেশ কয়েকটি চাকরি আমার হয়েছিল। আমি আমার এই অর্জনে খুবই আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে আমার মা, কোচিংয়ের টিচার্স, আমার নিজের পরিশ্রম; সবকিছুর সম্মিলিত প্রচেষ্টায় আমি এই সফলতা অর্জন করতে পেরেছি।

এর আগে বৃহস্পতিবার (৩ অগাস্ট) ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এবারের ৪১তম বিসিএস পরীক্ষায় ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন পদে ক্যাডার হিসেবে সুপারিশ করা হয়েছে।

বিএনএ/আদনান, ওজি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ