19 C
আবহাওয়া
১১:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কাপ্তাই হ্রদে ডুবে পর্যটকের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে পর্যটকের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে পর্যটকের মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম : রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে মো. রোবাইয়াৎ রশিদ(২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার(৬ আগস্ট) দুপুর ৩টার দিকে কাপ্তাই আসামাবস্তি সড়কে বার্গি রেস্টুরেন্টের পিছনে কাপ্তাই হ্রদে এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম নগরীর কাট্টলি এলাকায়।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কবির হোসেন বলেন, হ্রদে গোসল করতে নামেন রোবাইয়াৎ রশিদ ও তার বন্ধুরা। এক সময় কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান রোবাইয়াৎ। পরে তার বন্ধুরা তাকে পানিতে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সাভিসের ডুবুরি দলকে খবর দেয়।

ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে হ্রদের পানি থেকে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত পর্যটক রোবাইয়াৎ রশিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ