Bnanews24.com
Home » যাত্রীসহ ভ্যান চাপা দিয়ে আধা কিলোমিটার নিয়ে গেল বাস
জনদুর্ভোগ টপ নিউজ দুর্ঘটনা রংপুর বিভাগ সব খবর

যাত্রীসহ ভ্যান চাপা দিয়ে আধা কিলোমিটার নিয়ে গেল বাস

যাত্রীসহ ভ্যান চাপা দিয়ে আধা কিলোমিটার নিয়ে গেল বাস

বিএনএ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোভ্যানকে চাপা দিয়ে পালানোর জন্য আধা কিলোমিটার টেনে নিয়ে গেছে ভ্যানটি। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৬ আগস্ট) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোভ্যানের চালক শাহাজাহান আলী (৫২) ও যাত্রী ফরিদ শেখ (২১)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি নুর নবী প্রধান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী শাহজালাল শাহপরান নামের বাসটি রংপুর-ঢাকা মহাসড়কের বোয়ালিয়া মোড়ে এসে ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ভ্যানটি বাসের নিচের অংশে আটকে থাকায় ভ্যানসহ প্রায় আধা কিলোমিটার রাস্তা যাওয়ার পর যখন বাসটি চালানো অসম্ভব হয় তখন বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহত দুই যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নিহত দুই যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

পুলিশ জানায়, ভ্যানের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। স্থানীয়রা আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বিএনএ/এ আর