Bnanews24.com
Home » চট্টগ্রামে বাসের ধাক্কায় কিশোর নিহত
এক নজরে দুর্ঘটনা

চট্টগ্রামে বাসের ধাক্কায় কিশোর নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত

বিএনএ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় এস আলম বাসের ধাক্কায় মো. মিনহাজ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে উপজেলার বরুমচড়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর বাঁশখালী উপজেলার চানপুর এলাকার মো. আবুল কাসেমের ছেলে। এ ঘটনায় আশরাফ আলী (৪৮) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান।

স্থানীয়রা জানান, মিনহাজ ও আশরাফ আলী বরুমছড়া এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে কাজ শেষে চেয়ারম্যান ঘাটায় যাচ্ছিল। এসময় দ্রুতগতিতে আসা এস আলম বাস ধাক্কা দেয়। ধাক্কা লেগে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত আশরাফ আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মীর্জা মুহাম্মদ হাছান বলেন, কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ