বিএনএ,চট্টগ্রাম: করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন (ইন্না-লিল্লাহ ওয়া ইলাহি রাজিউন)। শুক্রবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকার গুলশানের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজী সাহেল উদ্দিনের ছেলে সালেহিন তানভীর গাজী। তিনি বলেন, অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় গতকাল উনাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল। আইসিইউ থাকা অবস্থায় তিনি আজ শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
এর আগে গত ২১ জুলাই থেকে করোনার উপসর্গে ভুগছিলেন ড. গাজী সালেহ উদ্দিন। পরে করোনার নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর গত ৩০ জুলাই তাকে চিকিৎসার জন্য ঢাকার গুলশানের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। চট্টগ্রামের প্রগতিশীল বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে তার লেখা বইয়ের তথ্যকে দালিলিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল।
বিএনএনিউজ/মনির