বিএনএ,আনোয়ারা : হাটহাজারী উপজেলায় এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ডিজিটাল বোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জনি দাশ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় জনির সহকারীও আহত হয় ।বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার কাটিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জনি দাশ আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন এলাকার অর্জিত দত্ত ছেলে বলে জানা গেছে। তার এক বছরের একটি সন্তানও রয়েছে।এই ঘটনায় আহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব ।তিনি বলেন, জনি দত্ত আজ সকালে কাজের উদ্দেশ্যে হাটহাজারী গেছিলো । দুপুরে উপজেলার কাটিরহাট এলাকায় এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ডিজিটাল বোর্ড লাগানোর সময় বিদ্যুৎ এর শটসার্কিট হলে জনি ও তার সহকারী ওখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যায়।এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি