18 C
আবহাওয়া
১২:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি

এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি

এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি

বিএনএ, স্পোর্টস ডেস্ক: এইতো কয়েক মাস হলো আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের কয়েকজন নারী আম্পায়ার। এবার নারীদের এশিয়া কাপেও ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন তাদের একজন সাথিরা জাকির জেসি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন জেসি। প্রথমবার মেয়েদের এশিয়া কাপের ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের এই নারী আম্পায়ার।

জেসি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো। নতুন মিশন উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা)। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় মহিলা এশিয়া কাপ ২০২৪-এর দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। সবাই দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’

জেসি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ম্যাচও পরিচালনা করেন। এ ছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগেও অনফিল্ডে ছিলেন বাংলাদেশ নারী দলের সাবেক এই খেলোয়াড়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ