ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা – চট্টগ্রাম পুরাতন মহাসড়কের মুহুরী নদীর রেজুমিয়া এলাকায় নতুন ব্রীজ নির্মাণ কাজ শুরু হওয়ার পর বন্ধ হয়ে যায় ৩টি গ্রামের প্রায় ৩০হাজার মানুষের চলাচলের পথ। এলাকাবাসী বিকল্প রাস্তার দাবিতে সম্প্রতি মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিষয়টি জানার পর দ্রুত বিকল্প রাস্তা তৈরি করে দিতে ফেনী – ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন । এমপির নির্দেশনা অনুযায়ী ৬ জুন শনিবার সকালে বিকল্প রাস্তার নির্মাণ কাজ শুরু হয় ।
বিকল্প সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, পৌর মেয়র এম মোস্তফা, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উল্লাহ ভূঁইয়া রিন্টু ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন তারামিয়া প্রমূখ।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দীন, ওজি/এইচমুন্নী