20 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৭, ২০২৫
Bnanews24.com
Home » রাবিতে চলছে কোটা সংস্কার আন্দোলন

রাবিতে চলছে কোটা সংস্কার আন্দোলন


বিএনএ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে চলছে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি। শনিবার (৬ জুলাই) পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় প্যারিস রোডে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল আকারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এসময় তারা ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’—ইত্যাদি স্লোগান দিয়ে প্রকম্পিত করে রাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শিক্ষার্থীরা চারটি দাবি নিয়ে এ আন্দোলন করছেন বলে জানিয়েছেন রাবির কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনের মুখপাত্র আমানুল্লাহ আমান। দাবিগুলো হলো- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকুরিতে কোটাপদ্ধতি সংস্কার করতে হবে; কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধাকোটায় শূন্যপদ পূরণ করতে হবে; ব্যক্তি তার জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে। উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, প্রতি জনশুমারির সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছে।

বিএনএনিউজ/ সাকিব/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ