বিএনএ, ঢাকা : আমদানি দায় মেটাতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মে–জুন সময়ের ১১০ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। দায় শোধের পর রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। আগের দিন যা ৩১ দশমিক ১৬ বিলিয়ন ডলার ছিল।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সরোয়ার হোসেন জানান, আকুর দায় শোধ করার পর রিজার্ভের স্থিতি বৃহস্পতিবার হয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।’
রিজার্ভ নিয়ে যে তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক, তা বিদেশি মুদ্রার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ‘গ্রস রিজার্ভ’ হিসাব।
আকুর দায় পরিশোধের আগে গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৬ জুলাই ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার। তার আগের দিন ৫ জুলাই ছিল ৩১ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যাওয়ার মতো পরিস্থিতির মধ্যেও আমদানি দায় শোধে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি অব্যাহত রেখেছে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম থেকেই।
আগে বাজার দরের চেয়ে কমে ব্যাংকগুলোর কাছে বিক্রি করলেও গত ২ জুলাই থেকে বাজার দর অনুযায়ী বিক্রি করছে। গত ২৬ জুন ঈদের ছুটির শেষ কর্মদিবসেও ব্যাংকগুলোর কাছে ১০৬ টাকা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ওই সময়েও ব্যাংকগুলো নিজেদের মধ্যে ১০৮ টাকা থেকে ১০৯ টাকার মধ্যে ডলার বিক্রি করেছিল।
দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলারে উঠেছিল ২০২১ সালের আগস্টে। এর পর ধারাবাহিকভাবে তা কমতে থাকে। দীর্ঘ সাত বছর পর গত মে মাসে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নামে। তবে গত ২৬ জুন এডিবি ও বিশ্বব্যাংকের ৫২ কোটি ডলারের ঋণ, জুনে রপ্তানি ও রেমিট্যান্স ভালো প্রবৃদ্ধির ফলে রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ১৯ বিলিয়ন ডলার। এখন তা আবার কমলো।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা