16 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে রোহিঙ্গা যুবক আটক

ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে রোহিঙ্গা যুবক আটক


বিএনএ, কক্সবাজার: চট্টগ্রামের কেরানীহাট থেকে অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্পে ফেরার পথে ফরিদ আলম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়াস্থ সড়ক থেকে তাকে আটক করা হয়।

১৯ বছর বয়সী ফরিদ আলম উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের এ/১৪ ব্লকের দুদু মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ফরিদ কেরানীহাট থেকে সকালে অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্পে যাওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিএনএ/ফরিদুল, এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ