18 C
আবহাওয়া
২:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ৯ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ৯ লাখ ১৫ হাজার টাকার ৬১ কেজি গাঁজাসহ ওমর ফারুক শিমুল(২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ( ৬ জুলাই ) ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন মটুয়া কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিমুল ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি  প্রাইভেটকারের ব্যাকডালার ভিতর থেকে ৪টি প্লাস্টিকের বস্তায় ৬১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৯ লক্ষ ১৫ হাজার টাকা।

‘সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে গাঁজা ক্রয় করে তা ফেনী, ও চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’- বলেন তিনি।

বিএনএনিউজ২৪.কম/এন এএম

Loading


শিরোনাম বিএনএ