24 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ জুলাই) বাঁশখালী থানাধীন শিবদাম মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান ও আট রাউন্ড গুলি।

গ্রেপ্তারকৃতরা হলেন-বাঁশখালী উপজেলার বাদালিয়া ইউনিয়নের কবির আহম্মদের ছেলে মো. মহিউদ্দীন (১৯) ও সরল ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে মো. মিরাজ উদ্দিন (২৮)।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ