বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জন। করোনায় এক দিনে দেশে এটাই সর্বোচ্চ শনাক্ত সংখ্যা। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। একই সময়ে করোনায় আক্রান্ত আরও ১৬৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ১৫ হাজার ৩৯২ জন।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৬ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে ৯৮ জন পুরুষ ও ৬৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে পাঁচ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৭ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৯১ জন।
বিএনএনিউজ/এইচ.এম।