বিএনএ, ঢাকা : কঠোর লকডাউনে আরও এক ঘণ্টা বাড়ছে ব্যাংক লেনদেন। ৮ জুলাই থেকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এখন ব্যাংকে লেনদেন চলছে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। বুধবার (৭ জুলাই) থেকে তা আড়াইটা পর্যন্ত চলবে। আর ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন ১টা পর্যন্ত চলছে।
এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছিল, লকডাউনের এই সময়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে। ছুটির দিন ও রোববার বাদে অন্য দিনে সকাল ১০টা থেকে দেড়টা অবধি ব্যাংকে লেনদেন চলবে। তবে লেনদেন পরবর্তী আনুসঙ্গিক কাজ সারার জন্য ৩টা অবধি ব্যাংক খোলা রাখা যাবে।
বিএনএনিউজ/এইচ.এম।