21 C
আবহাওয়া
৭:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে ৭২ ঘণ্টায় গোলাগুলিতে নিহত ১৫০

যুক্তরাষ্ট্রে ৭২ ঘণ্টায় গোলাগুলিতে নিহত ১৫০

যুক্তরাষ্ট্রে ৭২ ঘণ্টায় গোলাগুলিতে নিহত ১৫০

বিএনএ বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রে ৭২ ঘন্টায় গোলাগুলিতে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত মোট ৭২ ঘণ্টায় এই গুলির ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, এই সময়ে মোট ৪০০টি গুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে ৪ জুলাই স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের ছুটির সময়ে এমন ঘটনা ঘটল।

নিউইয়র্কে গত শুক্রবার থেকে রোববার এই তিনদিনে সেখানে ২১টি গোলাগুলির ঘটনার শিকার হয়েছেন ২৬ জন। গত ৪ জুলাই নিউইয়র্কে ১২টি গুলির ঘটনা ঘটে। যার শিকার হয়েছেন ১৩ জন।

নিউইয়র্কের পুলিশ বিভাগ বলছে, গত বছরের ওই দিনের তুলনায় এ বছর সহিংসতার পরিমাণ বেশি। গত বছর একই দিনে নিউইয়র্কে ৮টি গুলির ঘটনা ঘটে। যার শিকার হন ৮ জন।

শিকাগোতে ৮৩ জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। যার মধ্যে মারা গেছেন ১৪ জন। এই ঘটনা ঘটেছে স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত সময়ের মধ্যে।

১৪ জন নিহত ব্যক্তির মধ্যে একজন ছিলেন ইলিনয় আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ক্রিস কারভাজাল বলে প্রকাশ করা হয়েছে।
বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ