29 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বাজেটে কর্মসংস্থান সৃষ্টি করার মত কিছু নাই : মির্জা ফখরুল

বাজেটে কর্মসংস্থান সৃষ্টি করার মত কিছু নাই : মির্জা ফখরুল

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিও বরদাশত করছে না সরকার: মির্জা ফখরুল

বিএনএ, ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটকে ‘মেগা চুরি-দুর্নীতির বাজেট’। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে-এখানে কর্মসংস্থান সৃষ্টি করার মত কিছু নাই। পুরো বাজেটটাই মেগা প্রকল্প আর মেগা চুরি-দুর্নীতির জন্য করা হয়েছে। এটা বাংলাদেশবিরোধী বাজেট হয়েছে।

তিনি আরও বলেন, এটা তো লুটেরাদের দেশে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে লুট করার জন্য। এটাই আমি দেখতে পাচ্ছি যে, আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, যে বাজেট দেওয়া হয়েছে, তাতে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যেসব জায়গায় আয়ের উৎস দেখানো হয়েছে, তাতে করে সাধারণ মানুষের ওপর সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে, সেটাও সাধারণ মানুষের ওপর গিয়ে পড়বে।

বিএনএনিউজ/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ