30 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিদ্যুৎকেন্দ্রে বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণ প্রতিহত করবে : তথ্যমন্ত্রী

বিদ্যুৎকেন্দ্রে বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণ প্রতিহত করবে : তথ্যমন্ত্রী

দেশে অস্থিরতা চায় বিএনপি : তথ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা: বিদ্যুৎকেন্দ্রে গিয়ে বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সবসময় এক আছে, ওরা কোনো সময় বিচ্ছিন্ন হয়নি, মাঝেমধ্যে মৌনতা অবলম্বন করে।

নির্বাচনকে সামনে রেখে তারা গণ্ডগোল করার চেষ্টা করবে, সেই গণ্ডগোল করার পরিকল্পনার অংশ হিসেবেই তারা বিদ্যুৎকেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়, গণ্ডগোল করার উদ্দেশ্যে দিয়েছে, সেই গণ্ডগোল তাদের করতে দেওয়া হবে না। আমরাও সতর্ক আছি, বিএনপি-জামায়াতকে কীভাবে মোকাবেলা করতে হয় সেটি জনগণও জানে।

তিনি বলেন, সাড়ে ১৪ বছর আগেও গ্রামের মানুষ বিদ্যুৎ দিয়ে বড়জোর ফ্যান আর লাইট জ্বালাতো। কিন্তু এখন গ্রামে গ্রামে এসি, রেফ্রিজারেটর, মসজিদে এসি, ধর্মীয় উপাসনালয়ে এসি চলছে। শুধু তাই নয়, ইজিবাইক, প্রেশার কুকার, রাইস কুকার সব বিদ্যুৎ সুবিধার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়। এটা আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য। এখন মাঝে মধ্যে বিদ্যুৎ চলে গেলেও বিদ্যুৎমন্ত্রী বলেছেন ১৫ দিনের মধ্যে অবস্থার পরিবর্তন হবে।

উল্লেখ্য, সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে আগামী ৮ জুন দেশের সব বিদ্যুৎকেন্দ্র ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনএ/বি. রহমান, হাসনা, এমএফ

Loading


শিরোনাম বিএনএ