25 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জোবাইর নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (৬ জুন) সন্ধায় উপজেলার আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের বরকল ব্রীজের পাশে শঙ্খ নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অভিযানের বিষয়ে তিনি বলেন, বরকল ব্রীজের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙছে, বড় বড় ট্রাকে পরিবহনের ফলে গ্রাম্য সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী আজ ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং উহার অতিরিক্ত হিসেবে বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু আগামীকাল নিলামে বিক্রি করা হবে।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম

Loading


শিরোনাম বিএনএ