30 C
আবহাওয়া
১২:২৬ পূর্বাহ্ণ - জুন ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে  পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মাইয়ার এ তথ্য জানান।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, কিছু দিকে তাদের সেনারা ‘আক্রমণাত্মক অভিযান’ শুরু করেছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আমাদের যে প্রতিরক্ষা অভিযান শুরু হয়েছিল সেটি চলছে। এই অভিযানে পাল্টা আক্রমণসহ সব রয়েছে। অতএব আমরা কিছু এলাকায় আক্রমণাত্মক অভিযানের দিকে যাচ্ছি।’

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, দোনেৎস্কে ইউক্রেনের সেনারা বড় হামলা চালিয়েছিল। কিন্তু তাদের সেই হামলা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

এছাড়া রাশিয়া দোনেৎস্কে ইউক্রেনীয় সেনাদের যে পাল্টা আক্রমণের দাবি জানিয়েছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, বাখমুতে রুশ সেনারা মার খাচ্ছে। আর এ বিষয়টি থেকে সাধারণ মানুষের নজর সরাতে দোনেৎস্কে ইউক্রেনীয়দের হামলা ও ২৫০ সেনা নিহত হওয়ার কথা বলছে রাশিয়া।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ