Bnanews24.com
Home » মা হচ্ছেন নুসরাত, বাবা হবেন কে?
এক নজরে বিনোদন

মা হচ্ছেন নুসরাত, বাবা হবেন কে?

নুসরাত

বিনোদন ডেস্ক:  ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হতে চলেছেন। শুক্রবার (৪ জুন) সকাল থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ার। অভিনেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠমহলের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। ১ মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা। যদিও এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নুসরাত।

কয়েকমাস ধরেই ঝড় চলছে নুসরাতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও আলাদা থাকছেন দুজন। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’

শোনা যায়, ‘এসওএস কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরাত। এরপর একসঙ্গে সময় কাটাতে শুরু করেন দুজন। সম্পর্কের প্রথম দিকে কিছুটা রাখঢাক রাখলেও সময়ের সঙ্গে সঙ্গে তা প্রকাশ্যে চলে আসে।

বিএনএনিউজ২৪/এমএইচ