বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় সামুদ্রিক মৎস্য নৌযান মালিক ও মাঝিদের মাঝে দু’দিনব্যাপী ‘মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক’ প্রশিক্ষণ শুরু হয়েছে।
‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প’ এর সহযোগিতায় মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে এতে চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার শ্রীবাস চন্দ্র চন্দ ও সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/ নাবিদ