26 C
আবহাওয়া
৯:৫৫ অপরাহ্ণ - মে ৬, ২০২৫
Bnanews24.com
Home » “একটি নির্দিষ্ট গোষ্ঠী ছাত্রদলকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে”- রাবি ছাত্রদলের আহ্বায়ক

“একটি নির্দিষ্ট গোষ্ঠী ছাত্রদলকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে”- রাবি ছাত্রদলের আহ্বায়ক

"একটি নির্দিষ্ট গোষ্ঠী ছাত্রদলকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে"- রাবি ছাত্রদলের আহ্বায়ক

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে ঘটা বেশ কিছু ঘটনা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে শাখা ছাত্রদল। শিক্ষার্থীদের বট-বাহিনী বলে পেটানোর পরিকল্পনা, ভাইরাল স্ক্রিনশট, রুয়া নিয়ে শিবির-ছাত্রদলের কথার লড়াই, রাকসু নির্বাচন, শাখা ছাত্রদলের নতুন কমিটি— এসব বিষয় নিয়ে বিএনএ নিউজ-এর মুখোমুখি হয়েছেন রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএনিউজ২৪ডটকম)’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ সাকিব।

বিএনএ নিউজ: শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা নিয়ে শাখা ছাত্রদলের একটি স্ক্রিনশট ভাইরালসহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়ছে আপনার সংগঠন। এর কারণ কী?

সুলতান আহমেদ রাহী: “রাবি ছাত্রদল” নামে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে কয়েকশো সদস্য; গ্রুপটিতে গুপ্ত বাহিনীর সদস্যও থাকতে পারে— কেননা বড় সংগঠনে সবাইকে সবসময় ক্রসচেক করে যুক্ত করা সম্ভব হয়ে উঠেনা। আপনাকে স্পষ্ট করে জানিয়ে রাখি, ভাইরাল হওয়া স্ক্রিনশটে কোথাও শিক্ষার্থীদের পেটানোর কথা বলা হয়নি এবং ছবিটি এডিটেড কি না—সেটিও দেখতে হবে; এখানে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর কথাটি বলেছে রাবি ছাত্রদলের একজন কর্মী; একজন কর্মীর কথাকে, কিভাবে পরিকল্পনা হিসেবে ভাবলেন— সেটা বোধগম্য নয় ৷ আপনাকে স্ক্রিনশটটি আরো ভালোভাবে পর্যবেক্ষণ করার অনুরোধ রইলো। একটি নির্দিষ্ট গোষ্ঠী ছোট ছোট ভুলগুলোকেও ইস্যু করে ছাত্রদলকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।

বিএনএ নিউজ: ছাত্রশিবিরের সঙ্গে আপনাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং কথার লড়াই এখন প্রকাশ্যে। আপনাদের সঙ্গে ছাত্রশিবিরের বিরোধটা মূলত কোন জায়গায়?

সুলতান আহমেদ রাহী: রাজনৈতিক প্রতিযোগিতায় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকাটা অস্বাভাবিক কিছু না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেকোনো সংগঠন রাজনীতি করলে বিরোধের সুযোগ নেই। কিন্তু ছাত্রশিবির যে গুপ্ত সংগঠনের ভূমিকায় অবতীর্ণ— এটা দেশব্যাপী স্বীকৃত। এতে তারা অপরাধ করে সাধারণ শিক্ষার্থী বলে সহজেই পার পেয়ে যায়— যেটা একটা রাজনৈতিক সংগঠনের বৈশিষ্ট্য হতে পারেনা। রাজনীতি করলে ভালো কাজের প্রশংসার পাশাপাশি খারাপ কাজের দায়ও নিতে হবে।

বিএনএ নিউজ: রাকসু নিয়ে অন্যান্য সংগঠনগুলো বেশ সরব থাকলেও, ছাত্রদল বেশ নীরব। ছাত্র সংসদ নির্বাচন ইস্যুতে আপনাদের অবস্থান কী?

সুলতান আহমেদ রাহী: ছাত্রদল রাকসু নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে আগাচ্ছে। রাকসুর ব্যাপারে ছাত্রদল অত্যন্ত আন্তরিক।

বিএনএ নিউজ: অনেকেই অভিযোগ করছেন, আপনারা ষড়যন্ত্র করে রুয়ার মতো রাকসু ইলেকশনও স্থগিত করে দেওয়ার পাঁয়তারা করছেন। এ অভিযোগের প্রেক্ষিতে আপনার মতামত কী?

সুলতান আহমেদ রাহী: রুয়ার গঠনতন্ত্র লঙ্ঘন করে নির্বাচনের আয়োজন করতে চেয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল রাবি প্রশাসনের মনোযোগ আকর্ষণ করেন। জাতীয়তাবাদী আদর্শের রুয়া সদস্যগণ রুয়ার গঠনতন্ত্র লঙ্ঘনের মাধ্যমে প্রশাসন কর্তৃক আয়োজিত কারসাজির কোনো নির্বাচনে নিশ্চয়ই অংশগ্রহণ করবেনা; সে প্রেক্ষিতেই বর্জন— যা পুরোপুরি যৌক্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে রাকসু নির্বাচন আয়োজন করলে ছাত্রদল সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হবে বলে বিশ্বাস করি। অতএব রাকসু ইলেকশন স্থগিতের প্রশ্নই আসেনা।

বিএনএ নিউজ: বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময়ে পক্ষপাতদুষ্ট করছে বলে আপনিসহ শাখা ছাত্রদলের একাধিক নেতা অভিযোগ তুলেছেন। বিষয়টি একটু পরিষ্কার করবেন?

সুলতান আহমেদ রাহী: প্রশাসন অবশ্যই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন রুয়ার গঠনবিধি লঙ্ঘনের মাধ্যমে একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার পাঁয়তারা করেছিলো— যা ইতোমধ্যেই প্রমাণিত; তা না হলে রুয়ার গঠনবিধি লঙ্ঘন করেই কেন এত তাড়াতাড়ি নির্বাচন করতে চেয়েছিলো? এখানে আরো কিছু বিষয় জড়িত আছে। পরবর্তীতে গঠিত রুয়ার অ্যাডহক কমিটি এবং রুয়া নির্বাচন কমিশনও একটি পক্ষকে রাজি-খুশি করেই করা হয়েছে। ভালোভাবে খোঁজ নিলেই আপনারা জানতে পারবেন।

বিএনএ নিউজ: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিটে এখনও কেন কমিটি দেওয়া হচ্ছে না?

সুলতান আহমেদ রাহী: কমিটির কাজ চলমান। কেন্দ্রীয় সংসদ দ্রুততম সময়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি উপহার দিবে বলে বিশ্বাস করি। বড় সংগঠন বিধায় কমিটি হওয়ার ক্ষেত্রে অনেক বিষয় জড়িত থাকে। অনুপ্রবেশকারী ও গুপ্ত সংগঠনের কেউ যেনো রাবি ছাত্রদলের কমিটিতে না আসতে পারে— সেদিকে নজর রেখে কমিটি করতে একটু বাড়তি সময় লাগছে।

বিএনএ নিউজ: পদপ্রত্যাশী অনেক নেতার অভিযোগ, আপনার কারণেই রাবি ছাত্রদলের কমিটি হচ্ছে না। এটি কি সত্য?

সুলতান আহমেদ রাহী: আমি ধারাবাহিক ও যোগ্য নেতৃত্বে বিশ্বাসী। শহীদ জিয়া বলেছেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।” শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আমি যেকোনো সময় কেন্দ্রীয় সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মেনে নিতে প্রস্তুত। আমার কারণে কমিটি হচ্ছে না— অভিযোগটি মিথ্যা ও অমূলক। কমিটি সংক্রান্ত বিষয়ে মূলত ছাত্র বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নিয়ে থাকে।

বিএনএ নিউজ: আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

সুলতান আহমেদ রাহী: আপনাকেও ধন্যবাদ।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ