ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিতা, মাতা সহ প্রয়াত নেতা ও নেতাদের পিতা মাতার কবর জিয়ারতের মধ্যদিয়ে গণসংযোগ শুরু করলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পীকে সাথে নিয়ে মিজানুর রহমান মজুমদার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব কবর জিয়ারত করেন।
এসময় তাদের সাথে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সকাল ১০টার দিকে রৌশন ফকির দরগাহ প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমান মজুমদার এর মরহুম পিতামাতা ও বড় ভাইয়ের কবর জিয়ারতের মধ্যদিয়ে সোমবার (৬ মে) দিনব্যাপী কবর জিয়ারত কর্মসূচি পালন করেন।
এরপর পরশুরামের গুথুমা চৌধুরী বাড়ীর পারিবারিক কবরস্থানে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপির পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর কবর ও মাস্টার পাড়া পারিবারিক কবরস্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি এমপি’র মরহুম পিতামাতা ও বড় ভাইয়ের কবর, বিকেলে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. ছলিম উল্যাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী আবদুল কাদের মজুমদার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব ফয়েজ আহমেদ বিএ, আ’লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মীর আবদুল হান্নান এর কবর জিয়ারত শেষে গণসংযোগ শুরু করলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।
এসময় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এম, মোস্তফা, সুলতান আহাম্মদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালক ওপোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান নুর হোসেন মজুমদার খোকা,পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক এম, রবিউল হোসেন মজুমদার বাবু, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আবদুল মোমিন চৌধুরী,বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মাস্টার, মহামায়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, শুভপুর আ’লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ্ সেলিম, সাধারণ সম্পাদক হাজ্বী কামাল উদ্দিন,উপজেলা আ’লীগ সদস্য জাহাঙ্গীর আলম, জাফর মজুমদার, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, কবি সেলিম আকতার পিয়াল ও পোর্টল্যান্ড গ্রুপের কর্মকর্তা রুবেল নিজাম প্রমুখ।
বিএনএ,এবিএম নিজাম উদ্দিন, এসজিএন