21 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা : ১ নম্বর আসামি জেল হাজতে

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা : ১ নম্বর আসামি জেল হাজতে


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন সেলিম উল্লাহ। এ ঘটনায় মামলার এক নম্বর আসামি মো. সাদ্দাম হোসেনকে (৩৫) জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার ( ৬ মে) চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

সাদ্দাম হোসেন চট্টগ্রামের হালিশহরের ঈদগাহ ডিটি রোডের আজিজ মিয়ার ছেলে।

উল্লেখ্য, রোববার (২০ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও তার অনুসারিদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ বাধে। তিনি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাদ্দাম হোসেন এবং তার অনুসারিরা তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা মারধর ও অকথ্য ভাষায় গালাগালির একপর্যায়ে সেলিমকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায় । পরে স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা পান সেলিম। সন্ত্রাসীরা তার ভিডিও ধারণ করা মোবাইলটি ভেঙে ফেলে।

হামলার ঘটনায় রাতেই মামলা হয় ডবলমুরিং থানায়। এরপর ওসির নেতৃত্বে দ্রুত অভিযানে নামে পুলিশ। ওই ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ