25 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস


বিএনএ,স্পোর্টস ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এশিয়ান গেমসের এবারের আসর। আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ১৯তম এশিয়ান গেমস।

শুক্রবার ( ৬ মে) এক বিবৃতিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া অনির্দিষ্টকালের জন্য এ আসর স্থগিত ঘোষণা করেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে স্থগিত রাখার কারণ জানায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। পরবর্তী কোন এক সময়ে এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ জানানো হবে।’ বিবৃতিটি প্রথম চীনের গণমাধ্যমে প্রচার করা হয়।

এশিয়ান গেমসের স্বাগতিক হাংঝু শহরটি চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের নিকটেই অবস্থিত। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে সাংহাইয়ে পূর্ণ লকডাউন চলছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ