16 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » রিয়ালকে হারিয়ে ৯ বছর পর ফাইনালে চেলসি

রিয়ালকে হারিয়ে ৯ বছর পর ফাইনালে চেলসি

চেলসি

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিল চেলসি। আগের দিন পিএসজিকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করেছিল ম্যানচেস্টার সিটি। অর্থাৎ এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে যাচ্ছে দুই ইংশিল ক্লাবের মধ্যে। আগামী ২৯ মে ইস্তানবুলে অনুষ্ঠিত হবে ‘অল-ইংলিশ’ ফাইনাল ম্যাচটি।

বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে ২-০ গোলে হারায় চেলসি। প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ ড্র করে ফেরা ইংলিশ দলটি দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় ফাইনালের টিকেট পেল।

জিদানের রিয়ালকে এদিন পুরোপুরি বিবর্ণ মনে হয়েছে। অন্যদিকে টমাস টুখেলের চেলসি খেলেছে দুর্দান্ত। প্রথমার্ধের ২৮ মিনিটে টিমো ভেরনারের গোলে এগিয়ে যায় চেলসি। ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাসন মাউন্ট।

সেই ব্যবধান ধরে রেখেই ফাইনালে পৌঁছে যায় চেলসি। ছিটকে যায় প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল। ২০১২ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছিল চেলসি। এরপর এই প্রথম প্রতিযোগিতার ফাইনালে জায়গা পেল দলটি।

চেলসি কোচ টুখেলের এটি টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। গত মৌসুমে তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে ফরাসি ক্লাব পিএসজি। তবে বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্স আপ হতে হয়। গত জানুয়ারিতে পিএসজি ছাঁটাই করে টুখেলকে। পরে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চেলসি থেকে ছাঁটাই হলে দায়িত্ব পান টুখেল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ